বুধবার দুপুরে জিএমপি বাসন থানার চান্দুপাড়া থেকে অভিযুক্ত বিথি আক্তার (২৫) গ্রেফতার করা হয়। ওই নারীর কাছ থেকে অপহৃত শিশু ইশতিয়াক হাসান সোহানকে উদ্ধার করে পুলিশ।
জিএমপি বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মালেক খসরু খান জানান, দুপুরে চান্দুপাড়া এলাকা ১০ দিন বয়সী শিশু ইশতিয়াক হাসান সোহানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিল তার মা ফারজানা চৌধুরী । পাশের বাসার ভাড়াটিয়া বিথী আক্তার ঘুমন্ত শিশুকে অপহরণ করে পালিয়ে যায় ।
অপহরণের পর একটি সিএনজি চালিত অটোরিক্সায় উঠে এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেস্টা করে সে । খবর পেয়ে পুলিশ ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে শিশুকে উদ্ধার করে। এসময় অপহরণকারী নারী বিথী আক্তারকে গ্রেফতার করে ।
উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে জিএমপি বাসান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।