এদিকে ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১১১ টি পজেটিভ এসেছে। যার শতকরা হার ২৭ দশমিক ৩৪ শতাংশ।
জেলাটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৮৬ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৪২ জন।
মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী । হোম আইসোলেশনে রয়েছেন ১০০৯ জন।
বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন।