শুরু হয়ে গেছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে অংশ নিয়েছে ইতোমধ্যে বাংলাদেশের একটি ছবি। সিনেমাটি হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। তবে উদ্বোধনী আয়োজনে তারা অংশ নেননি; কিন্তু গতকাল এ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে। আর এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন ছবির কলা-কুশলীরা ।
গত ৭ জুলাই কানের পালে দো ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে বেলা ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিট) প্রথম প্রদর্শন হয়েছে এ সিনেমা। এতে অংশ নিয়েছেন বাংলাদেশি তারকা আজমেরী হক বাঁধন।
কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে অফিসিয়াল সিলেকশনের বিভাগ আঁ সার্তে রিগায় স্থান পেয়ে ইতিহাস গড়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এতে বাংলাদেশ থেকে যাওয়া সাতজনের সঙ্গে যোগ দেবেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া। সিনেমাটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।