কৃষ্ণকলি’র তিয়াসার বিবাহ বিচ্ছেদ কৃষ্ণকলি’র তিয়াসার বিবাহ বিচ্ছেদ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কৃষ্ণকলি’র তিয়াসার বিবাহ বিচ্ছেদ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২১৯ পাঠক
নুসরাত, শ্রাবন্তীর মতো তারকাদের সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ নিয়ে আলোচনার মাঝেই টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। আর সেটা জনপ্রিয় টেলি অভিনেত্রী তিয়াসা রায়কে নিয়ে। জোর গুঞ্জন, স্বামী সুবান রায়ের সঙ্গে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী তিয়াসার বিয়ে নাকি ভাঙতে চলেছে। তিয়াসা ও সুবানের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে তিক্ততা।

‘কৃষ্ণকলি’ তারকা তিয়াসার বিয়ে ভাঙার খবর কি সত্যি?
এবিষয়ে  ভারতীয় এক সংবাদমাধ্যম থেকে সরাসরি যোগাযোগ করা হয় তিয়াসা রায়ের সঙ্গে। তাকে এবিষয়ে প্রশ্ন করতেই বিস্ময় প্রকাশ করেন অভিনেত্রী। বলেন, ’এইরকম কেন শোনা যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি তো এমন কিছু জানি না। যদি কখনো হয়, আমি নিজেই সেটা তোমাদের জানাব।’ আর একথা বলেই হেসে ফেলেন তিয়াসা রায়।
প্রসঙ্গত, শেষবার ২১ এপ্রিল তিয়াসা স্বামী সুবান রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। যার ক্যাপশান ছিল, ‘এবার একসঙ্গে থাকা যাক’। সঙ্গে ছিল দুটো লভ ইমোজি।
২০১৮ সাল থেকে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিয়াসা রায়। তবে সুবান রায়ের সঙ্গে তিয়াসা সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক শুরুর আগেই। তিয়াসা ও সুবানের বিয়ে হয় ২০১৭ সালে। প্রসঙ্গত, তিয়াসার স্বামী সুবান রায়ও অভিনয় করেন। ‘আমার দুর্গা’, ‘মিলন তিথি’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন সুবান। রাইমা সেনের সঙ্গে ‘নটবর নট আউট’ ছবিতেও দেখা গেছে তাকে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD