আজ শুক্রবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা আজ থেকে ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। শুধু পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে। চলমান কঠোর লকডাউন যতো দিন চলছে এই সিদ্ধান্ত ততদিন বলবৎ থাকবে।’
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।