সারা বিশ্বে করোনা সংক্রমণ ৩ শতাংশ বেড়েছে: ডব্লিউএইচও সারা বিশ্বে করোনা সংক্রমণ ৩ শতাংশ বেড়েছে: ডব্লিউএইচও – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সারা বিশ্বে করোনা সংক্রমণ ৩ শতাংশ বেড়েছে: ডব্লিউএইচও

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৭১ পাঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, গত সপ্তাহে বিশ্বব্যাপী ২৬ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রায় ৫৪ হাজার জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ৩ শতাংশ বৃদ্ধি পেলেও মৃত্যুর হার ৭ শতাংশ হ্রাস পেয়েছে যা গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার জেনেভায় ডব্লিউএইচও একথা জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে করোনাভাইরাসে নতুন সংক্রমণের হার সংখ্যা সামান্য বেড়ে গেছে। গত সপ্তাহে ২৬ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনায় প্রায় ৫৪ হাজার জন প্রাণ হারিয়েছে। আগের সপ্তাহের তুলনায় মৃতের এ হার ৭ শতাংশ কম। ২০২০ সালের অক্টোবরের পর এ হার সর্বনিম্ন।

গত ২৬ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২৬ লাখ ৮৮ হাজার ৬৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫৩ হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছে এবং ৩৯ লাখ ৭১ হাজার ৬৮৭ জন প্রাণ হারিয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD