কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনা রোগী ও করোনার উপসর্গ নিয়ে ৩ জন মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ছয় দিনে প্রথমবার শনাক্তের সংখ্যা দুইশ’র নিচে নামলো। তবে আগের দিনের তুলনায় শনাক্তের হার দুই বেড়ে ২৯.৮৮ শতাংশ হয়েছে।
২৪ ঘণ্টায় ১০৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
শনাক্তদের মধ্যে সদরে ৯৭ জন আর ভেড়ামারায় ৩৭ জন।
গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৭শ’ ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত শনাক্ত হলো ১০ হাজার ৬১ জন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, রোগীর চাপ বেড়েই চলেছে। ২শ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২শ’ ৯২ জন রোগী।
এর মধ্যে ১৯২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশরায় স্বাস্থ্যবিধি মানছে না।