খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২০৫ পাঠক
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

এ সময় নতুন করে ১ হাজার ৬৫৬ জনের  করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৬৯ হাজার ছাড়াল।

আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৭১ জনসহ  মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭। বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৮৭। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৩ জন। মোট সুস্থ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া সর্বশেষ ৭১ জনের মধ্যে খুলনার ২৩ জন, কুষ্টিয়ার ১৪ জন, ঝিনাইদহের ১০ জন, যশোরের ৯ জন, চুয়াডাঙ্গার ৬ জন, মেহেরপুরের ৫ জন, বাগেরহাটের ২ জন এবং নড়াইল ও  মাগুরার ১ জন করে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় খুলনায় ২৯৬ জন, বাগেরহাটে ১৩৫ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, নড়াইলে ৬১ জন, মাগুরায় ৫৭ জন, ঝিনাইদহে ১৬২ জন, কুষ্টিয়ায় ২২০, চুয়াডাঙ্গায় ১৩৩ জন এবং মেহেরপুরে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD