নাটোরে সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। তবে কোনো ভাবেই কমছে না সংক্রমণের হার। মানুষজন তাদের জরুরী প্রয়োজনের কথা বলে প্রশাসনের সামনে দিয়েই চলাফেরা করছেন অপ্রয়োজনে।
শনিবার কাঁচাবাজারে মানুষের ভীড় ছিলো প্রায় অন্যান্য দিনের স্বাভাবিক সময়ের মত। এর মাঝেও তল্লাশী করা হচ্ছে প্রতিটি মোড়ে মোড়ে। তবে এসব কিছু চলছে প্রধান সড়কে এবং মোড়ে। ভিতরের সড়ক ও বাজারের কোনো রকম সতর্কতা মানা হচ্ছে না। সেখানে পুলিশের টহলও তেমন একটা দেখা যাচ্ছে না।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানিয়েছেন, নাটোরে ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ জনের। সংক্রমণের হার ২৮.৫৭ শতাংশ। করোনাসহ উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুই সহোদরসহ ৩ জনের ।
তিনি আরো জানিয়েছেন, করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ভর্তি আছেন ১১৭ জন। মোট আক্রান্ত ৪৮৯৩ জন। মোট মৃত্যু ৬৬ জনের। মানুষজন সামাজিক নিরাপদ দুরত্ব সহ স্বাস্থ্যবিধি না মানায় এভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোনোভাবেই তারা সচেতন হচ্ছে না।