বডি শেমিং নিয়ে শুভশ্রীর কড়া জবাব বডি শেমিং নিয়ে শুভশ্রীর কড়া জবাব – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বডি শেমিং নিয়ে শুভশ্রীর কড়া জবাব

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২১৬ পাঠক
ইউভান বড় হচ্ছে, আর তার সঙ্গেই ধীরে ধীরে ফর্মে ফিরছেন শুভশ্রী গাঙ্গুলি। মা হওয়র পর সব নায়িকার কামব্য়াক ঘিরেই জল্পনা চলে, শুভশ্রীর ক্ষেত্রেও অন্যথা কিছু হচ্ছে না। একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে তিনি পর্দায় কামব্যাক করেছেন। পর্দায় ফিরতে বেশ খানিকটা ওজনও ঝড়িয়ে ফেলেছেন নায়িকা। তবুও জল্পনা থামছে না।

সম্প্রতি একটি ফোটোশুট করেছেন নায়িকা। যেখানে ফুল ফর্মে দেখা যাচ্ছে তারকাকে। নিজেই জানিয়েছিলেন কামিং সুন। আর শুক্রবার এই ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। যা দেখেই বলাই বাহুল্য সি ইজ ব্যাক ইন অ্যাকশন। তবে যাই হোক নায়িকাকে নিয়ে মজে নেটিজেনরা। ইউভানকে নিয়ে ছবি পোস্ট করা থেকে শুরু করে রাজ চক্রবর্তীর তৃণমূলে জয়েন করা, তার করোনা আক্রান্ত হওয়া, সবকিছুতেই নায়িকাকে আক্রমণ করেন নেটিজেনরা।

এমনকি ছোট্ট ইউভান হওয়ার পর বডি শেমিংও করা হয়েছে তার। এবার এই ফোটোশুটে ভেসে এল এমনই কিছু নেতিবাচক কমেন্ট, যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাইলাইট করে পোস্ট করলেন শুভশ্রী। এবারেও তাকে রোগা হওয়ার অনুরোধ করেছেন এক নেটিজেন। নায়িকা লেখেন ‘ বেশ কিছুদিন ধরে আমার নজরে আসছে এমন বেশ কিছু কমেন্ট যেখানে দেখা যাচ্ছে আমার শরীরের গঠন নিয়ে কথা বলা হচ্ছে, এমনকি জিম করে রোগা হওয়ার কথাও বলা হচ্ছে। আমি তাদের উদ্য়েশ্যে বলতে চাই, আমি কিছুদিন আগেই মা হয়েছি, ছোট্ট ইউভানকে জন্ম দেওয়া আমার কাছে সবচেয়ে গর্বের। আর মা হওয়ার সময় শারীরিক গঠন নয় বরং সন্তানের স্বাস্থ্যর কথাই মাথায় থাকে, আমারও তাই ছিল। ‘
প্রসঙ্গত এর আগেই নায়িকাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। তিনি উপযুক্ত জবাবও দিয়েছেন, তারপরেও বদলানো যাচ্ছে না সমাজের দৃষ্টিভঙ্গি, আপসোস নায়িকার।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD