আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। শুক্রবারই কার্গিলে টিম আমির খানের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণী তারকা। সেই ছবি উঠে এসেছে নাগা চৈতন্যর সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে শ্যুটিং সেটের যে ছবিটি নাগা চৈতন্য শেয়ার করেছেন, সেখানে তাকে সেনাবাহিনীর পোশাকে দেখা যাচ্ছে। দক্ষিণী ছবি ‘ভেঙ্কি মামা’র পর এই ছবিতে দ্বিতীয়বার সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যাবে এই দক্ষিণী তারকাকে। আমির খানের এই স্বপ্নের প্রোজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি।
নাগা চৈতন্যর পোস্ট করা ছবিতে দেখা গেল আমিরের প্রাক্তন স্ত্রী, প্রযোজক কিরণ রাওকেও। বিবাহ-বিচ্ছেদের পরও ফের একবার আমিরের পাশে দাঁড়িয়ে হাসিমুখেই পোজ দিলেন কিরণ। বেশ বোঝা গেল, আমির-কিরণের ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হলেও পেশাদার জগতে তারা একসাথে দিব্যি কাজ করছেন।
‘লাল সিং চাড্ডা’ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের পাশাপাশি প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে ছবিটির যৌথ প্রযোজনাও করছেন আমির।
প্রসঙ্গত, গত শনিবার কাশ্মীর থেকেই বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন আমির-কিরণ। তবে তারা জানিয়েছিলেন, বিচ্ছেদের পরও তারা যৌথভাবেই তাদের সন্তান আজাদের দায়িত্ব পালন করবেন। কাজের জগতেও একসঙ্গে দেখা যাবে তাদের। বিচ্ছেদ হলেও তারা একই পরিবারের অংশ। সেইমতোই ফের কাশ্মীরে ছবির শ্যুটিংয়ে একসঙ্গেই দেখা গেল তাদের।