বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

২৭৬ রান অলআউট জিম্বাবুয়ে

সবুজবাংলা টিভি / ২৩৩ পাঠক
প্রকাশ শনিবার, ১০ জুলাই, ২০২১

বাংলাদেশি স্পিনারদের বোলিং তোপে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয়ে গেছে।

মেহেদি হাসান  মিরাজ  ৮২ রানে ৫টি এবং সাকিব আল হাসান ৮২ রানে ৪ উইকেট শিকার করেন।

সফরে একমাত্র টেস্টে  হারারে স্পোর্টস ক্লাবে  প্রথম ইনিংসে বাংলাদেশের  সংগ্রহ ছিল ৪৬৮ রান। যার   সুবাদে  প্রথম ইনিংস থেকে  ১৯২ রানের লিড পায় টাইগাররা।

জিম্বাবুয়ের হয়ে অভিষেক হওয়া  ওপেনার কাদুজাওয়ানসে দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন। ৩১১ বল মোকাবিলায় ৯টি বাউন্ডারি  হাকান তিনি।

এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক বেন্ডন টেলর  করেন ৮২ এবং রেজিস চাকাভা ৩১ রানে অপরাজিত থাকেন।

অসাধারন বোলিং করা সত্বেও বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ দুর্ভাগ্যজনকভাবে ৪৬ রানে নেন ১ উইকেট।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর