ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নগরবাসী ও সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে মশা নিধনে চিরুনি অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তাজুল ইসলাম বলেন, এডিস মশাসহ অন্যান্য মশা থেকে মুক্ত থাকতে হলে যেমন সিটি কর্পোরেশনকে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে তেমনি নগরবাসীকেও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ বিষয়ে শতভাগ সফলতার জন্য উভয়ের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক।
ঐক্যবদ্ধভাবে কাজ না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসী যদি নিজেদের বাড়ির আঙ্গিনা, ফুলের টব, এয়ার কন্ডিশনার বা বিশেষ করে নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবনের বেজমেন্ট এবং ছাদে পানি জমা না রাখেন তাহলে এডিস মশা প্রজননের সম্ভাবনা থাকে না।
মন্ত্রী বলেন, উভয় সিটি কর্পোরেশনে দশ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যেখানে জমে থাকা পানি পাবে, সেখানে দায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করবে। সরকারি-বেসরকারি যে প্রতিষ্ঠানই ডেঙ্গু প্রজননে ভূমিকা রাখবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শুধু উত্তর সিটি কর্পোরেশনেই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনেও অভিযান শুরু হয়েছে। রাজধানীতে এডিস মশা এবং ডেঙ্গুরোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেজন্যই মশা নিধনের অভিযানও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, শুধু রাজধানী নয়, সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদকে অন্তর্ভূক্ত করে ইন্টগ্রেটর ভেক্টর ম্যানেজমেন্ট গাইডলাইন অনুযায়ী কার্যক্রম শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামসহ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।