রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

বিএনপির ফ্রি অক্সিজেন সেবা ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি
সবুজবাংলা টিভি
প্রকাশ রবিবার, ১১ জুলাই, ২০২১
ভিড়ে নয় নীড়ে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় বিএনপির পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ৯টি অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় ঔষধ প্রস্তুত রাখা হয়েছে।দলটির একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে।

করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীরা মোবাইলে ০১৭১১৮৪১৬৬৬, ০১৭১১৩৭৫১৫৭ নম্বরে যোগাযোগ করলে তাদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। এবং অক্সিজেন ফুরিয়ে গেলে আবার নতুন করে দেওয়া হবে।

এছাড়াও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

রবিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও বেনাপোল পৌর শাখা আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যান্যরা।

এই পাতার আরো খবর