ইন্টারপোলের দাবি, ‘বন্ধু’র বেশে এই অ্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা। এ বিষয়ে ইন্টারপোল তাদের ১৯৪টি সদস্য দেশে ‘পার্পল নোটিস’ জারি করেছে।
ইন্টারপোল জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধীরা গ্রাহকদের বিশ্বাস অর্জন করছে। গ্রাহক যদি কোনো ভাবে সেই ফাঁদে পা দিয়ে ফেলেন, তা হলে আর রক্ষা নেই। নানা রকম লোভনীয় প্রস্তাবের মাধ্যমে গ্রাহকদের মন জয় করছে। আর তার পরই চলছে অবাধে লুঠপাট । খুব সুচারু এবং সংগঠিত ভাবে এই কাজগুলো করছে সাইবার অপরাধীরা।
দিন দিন গ্রাহকদের মধ্যে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। নিজের পছন্দমতো সঙ্গী খুঁজে নেওয়ার লোভে পড়ে অনেকেই নিজেদের অজান্তে ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন। যার সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা।
অনলাইনে কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান থাকুন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইন ডেটিং বা অনলাইনে সম্পর্কের ক্ষেত্রে অপরপক্ষের অ্যাকাউন্টটি প্রকৃত অ্যাকাউন্ট কি-না, তা যাচাই করতে ভুলবেন না। তাছাড়া অন্যান্য বিষয়গুলোতো আছেই।
ডেটিং অ্যাপে কীভাবে সাবধানে থাকবেন? তা স্পষ্ট করে জানালো অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়ার নির্মাতা ক্যাসপারস্কাই।
১. অতিরিক্ত তথ্য দেবেন না: ডেটিং অ্যাপ থেকে তথ্য চুরি, ফেক অ্যাকাউন্ট তৈরি, রিজেকশন করায় রিভেঞ্জ ইত্যাদির ঘটনা নতুন নয়। তাই ডেটিং অ্যাপে নিজের বিষয়ে সীমিত পরিমাণ তথ্য দিন। যেমন- পেশা বললেও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন না।
২. লোকেশনে সাবধান: লোকেশন ম্যানুয়ালি সেট করুন। কোন রাস্তা, কোন ব্লক দিতে হবে না। শহর পর্যন্ত দিলেই যথেষ্ট।
৩. ব্যবহার না করলে হাইড করুন: অ্যাপ ব্যবহার না করলে অ্যাকাউন্ট ডিলিট বা হাইড করুন। আপনার অজান্তে হ্যাক হয়ে অন্য কেউ কোনো কাণ্ড ঘটালে জড়িয়ে পড়বেন আপনিই।
৪. সোশ্যাল মিডিয়া জুড়বেন না : ডেটিং অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন না। ইনস্টাগ্রাম দিলেও ফেসবুক অ্যাকাউন্ট না দেওয়াই ভালো।
৫. চ্যাট করুন অ্যাপেই : ডেটিং অ্যাপের মেসেজেই প্রথমে চ্যাট করুন। অচেনা ব্যক্তিকে হুট করে হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন না।