১২ জুলাই, রথের দিন রোশন ফের একবার ইনস্টাস্টোরিতে সম্পর্ক প্রসঙ্গে লেখেন, ‘কিছু মানুষের কাছে সম্পর্ক মানে ভিডিও গেম। তারা খেলে, যখন একঘেঁয়ে হয়ে যায়, তখন তারা ঠকায়।’ রোশন এখানে নির্দিষ্ট কারোর নাম না নিলেও নেটিজেনদের দাবি, তিনি শ্রাবন্তীকেই খোঁচা দিয়েই এই পোস্ট করেছেন।
অন্যদিকে ছেড়ে দেওয়ার পাত্রী নন শ্রাবন্তীও। তিনিও পাল্টা ইনস্টাস্টোরিতে লেখেন, ‘তাঁর হৃদয় অনেক বড়, তিনি ক্ষমা করতে জানেন। কোনো মানুষকে নিয়ে হাল ছেড়ে দিতে চান না। মানুষের মধ্যে ভালো সত্ত্বাকে সে ভালোবাসতে জানে। তবে অনেকটা পথ একসঙ্গে হাঁটার পর কেউ যদি হৃদয় জ্বালিয়ে দেয়, তখন তাকে ছেড়ে দিতেই হয়’।
এদিকে রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের মাঝেই টলিপাড়ায় গুঞ্জন শ্রাবন্তী নাকি ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন। যদিও এবিষয়ে এখনো মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।