আহত এক নারী শ্রমিক।
নিহতরা হলেন, দুলালী বেগম(৩২), মোঃ হৃদয়(৩৫) তিনি শ্রমিক সরদার ছিলেন।
আহত হয়েছেন অজ্ঞাত নারী শ্রমিক বয়স আনুমানিক (৩২)
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত নারী শ্রমিক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতালে নিয়ে আসা নিহত দুলালীর স্বামী শ্রমিক আলতাব হোসেন জানান, দুপুরে রাসেল নামে ঠিকাদারের অধীনে
বন্দর থানার উত্তর লক্ষনখোলা রাস্তায় ড্রেনে মাটি খননের কাজ করার সময় ড্রেন সংলগ্ন প্রাইমারি স্কুলের বাউন্ডারি দেওয়াল ধসে চাপা পড়ে তিনজন গুরুতর আহত হয় ।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে বিকেল সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুলালী ও হৃদয় কে মৃত ঘোষণা করেন।
মৃত দুলালী গাইবান্ধা সদর থানার হাট লক্ষীপুর গ্রামের আলতাব হোসেনের স্ত্রী ।তারা বর্তমানে বন্দর ইস্পাহানী বাজার এলাকায় থাকতেন।এক ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি।
মৃত হৃদয় গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা। সে থাকতো বন্দর ইস্পাহানি এলাকায়।