ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পক নগরে সোমবার বিকেলে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ মো. জাফর হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফেনী ব্যাটালিয়নের অধীন চম্পকনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ নুরুল আমিনের সাথে ৫ সদস্যের বিশেষ টহলদল সীমান্ত পিলার ২১৯৮/৫-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানিয়েছেন, এ সময় ৩ কেজি ভারতীয় গাঁজাসহ মো. জাফর হোসেনকে আটক করা হয়।
জাফর ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের আবু আহম্মদের ছেলে। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১০ হাজার ৫শ টাকা।
আটক যুবককে মাদক আইনে মামলায় ছাগলনাইয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে আগেও ছাগলনাইয়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম।