বরিশালে একদিনে আরও ১৫ জনের মৃত্যু বরিশালে একদিনে আরও ১৫ জনের মৃত্যু – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বরিশালে একদিনে আরও ১৫ জনের মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৫৯ পাঠক
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে একদিনে সর্বোচ্চ ৮৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ।

মঙ্গলবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমকে  এসব তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও ঝালকাঠিতে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের ৬ জেলায় ১ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে একদিনে বিভাগে ৮৭৯ জনের করোনা শনাক্তের রেকর্ড নেই। সেদিক দিয়ে বিভাগে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। অন্যদিকে বিভাগের ৬ জেলার মধ্যে ঝালকাঠি জেলায় শনাক্তের হার সর্বোচ্চ। এ জেলায় ১০৭টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনেরই রিপোর্ট পজেটিভ এসেছে। শনাক্তের হার ১০০ শতাংশ।
তিনি আরও জানিয়েছেন, বরিশাল জেলায় ৯৯৯টি নমুনা পরীক্ষায় ৪৯২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৯ দশমিক ২৫ শতাংশ। বরগুনায় ১৫৯টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৫৪ শতাংশ। পিরোজপুরে ২৫২টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ।
পটুয়াখালীতে ২৩১টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ভোলা জেলায় ১০৭টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮৪ শতাংশ বলেও জানিয়েছেন তিনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD