মালিবাগে ট্রেনের ধাক্কায় দিনমজুর নিহত মালিবাগে ট্রেনের ধাক্কায় দিনমজুর নিহত – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মালিবাগে ট্রেনের ধাক্কায় দিনমজুর নিহত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৪৩ পাঠক
রাজধানীর মালিবাগে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতের নাম, সাবজাল হোসেন (৪০)। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
সোমবার সাড়ে ৫টায় মালিবাগ রেল ক্রসিংয়ের অদূরে  এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা মৃতের ভায়রা ভাই  মানিক জানান, স্ত্রী নার্গিস বেগম বাসা বাড়িতে কাজ করে। তাকে কাজের জন্য বাইরে রাস্তায় এগিয়ে দিয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।
মুমূর্ষু অবস্থায় অবস্থায় উদ্ধার করে সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৮ তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সাবজাল ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার গোয়াটুলা বাজার গ্রামের মৃত কবির হোসেনের ছেলে।
বর্তমানে মগবাজার ওয়ারলেস গেইট বস্তি, শাহ আলমের বাসার ভাড়াটিয়া। পরিবারের সাথে থাকতেন। এক ছেলে এক ছেলেএক মেয়ের জনক ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে কমলাপুর থানাকে জানানো হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD