দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন অভিনেত্রী।
এ নিয়ে পরীমণি বলেন, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’
অভিনেত্রী আরও বলেন, ‘শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াব। সে মোতাবেকই কোরবানি দিচ্ছি। এফডিসিকে আমার দ্বিতীয় পরিবার মনে করি। যত দিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’
এর আগে গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন। এরপরের বছর দেন দুটি। আর এবারের ঈদুল আজহায় এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবার কথা জানিয়েছেন চিত্রনায়িকা।