তিনি জানিয়েছেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতাল কেন্দ্র থেকে মর্ডানার ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে । পরবর্তীতে এ ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র বাড়ানো হবে। গাজীপুরের জন্য মোট ৬৪ হাজার ৮শ’ ডোজ মডার্নার ভ্যাকসিন এসেছে । মডার্নার এসব ভ্যাকসিন প্রথমে শুধু গাজীপুর মহানগরের বাসিন্দাদের মধ্যে প্রয়োগ করা হবে।
তিনি আরো জানিয়েছেন, ইতোপূর্বে আসা সিনোফার্মার ৪৮ হাজার ভ্যাকসিনের কয়েক হাজার ভ্যাকসিন নার্স, মেডিকেলের শিক্ষার্থীসহ সম্মূখ সারির লোকদের প্রয়োগ করার পর বাকিগুলো অন্যান্য উপজেলার বাসিন্দাদের প্রয়োগ করা হচ্ছে।
এদিকে, গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে, নতুন করে ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট ২৭৪ জন মারা গেছে এবং মোট ১৪ হাজার ৩১৩ জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ দাঁড়িয়েছে ।