টাঙ্গাইলে বেড়েই চলছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার দুপুর পর্যন্ত জেলায় মোট ১৭৩ জনের করোনায় মৃত্যু হলো। এ ছাড়াও উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।
জেলাটিতে নতুন করে ৫৯২টি নমুনা পরীক্ষা করে ২০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৬৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯১১ জন।
চলতি মাসের ১৪ দিনেই জেলায় করোনায় ৩ হাজার ২০৭ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৫ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্র জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ৭২৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৮ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৪ হাজার ৮৬৭ জন। এখনও পর্যন্ত মোট ৩১ হাজার ৯৬৯ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ২৬ হাজার ৫৯৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ৫১ হাজার ৯৫২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলায় মোট আক্রান্তের হার ২১.০০ ভাগ।
সূত্র থেকে আরো জানা গেছে, সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।
এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, গত ১ মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরণের করোনায় আক্রান্ত। এই ধরণ খুব দ্রুতই এক জনের কাছ থেকে আরেক জনের শরীরে ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনার আক্রান্তেও সংখ্যা বাড়ছে।
তিনি আরো জানিয়েছেন, সবাইকে করোনার টিকা নিতে হবে। এছাড়া সচেতন এবং স্বাস্থ্য বিধি মেনে চললে আক্রান্তের সংখ্যা কমে আসবে।