মঙ্গলবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।
জাস্টিস এন্ড কেয়ারের এক কর্মকর্তা জানান, দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোরী ভারতে যায়। পরে ভারতের গুজরাট পুলিশের অভিযানে তাকে উদ্ধার করে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় গুজরাটের সরকারি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।
রাষ্ট্রীয় কাগজপত্রের প্রক্রিয়া শেষে তাকে দেশে আনা হয়েছে। এখন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। কোয়ারেন্টাইন শেষে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হবে তাকে।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে জাস্টিস এন্ড কেয়ার এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে।