বুধবার ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেহনুমা সন্তানসম্ভবা ছিলেন বলে জানা গেছে।
অ্যাডভোকেট কানিজ রেহনুমা ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম গোলাম রব্বানী এবং সাবেক এমপি ও সুনামগঞ্জের বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানার মেয়ে।
২০১৭ সালের ১ জানুয়ারি তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তুর্ভুক্ত হন। তার স্বামী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তার মরদেহ গ্রামের বাড়ী দক্ষিণ সুনামগঞ্জের উজানিগাঁও নিয়ে যাওয়া হয়।
সেখানেই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী,সাংস্কৃতিক, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।