টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১১ হাজার ছাড়ালো টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১১ হাজার ছাড়ালো – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১১ হাজার ছাড়ালো

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৮২ পাঠক
টাঙ্গাইলে করোনার আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার ২৭৫ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৮৬ জনে।

করোনা আক্রান্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। টাঙ্গাইলে নতুন করে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭৬ জনের করোনায় মৃত্যু হলো। এছাড়াও উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি মাসের ১৫ দিনেই জেলায় করোনায় ৩ হাজার ৪৮২ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্র জানা গেছে, ৯৬৭ টি নমুনা পরীক্ষা করে ২৭৫ জন করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ৮৪৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫২ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৫ হাজার ১৫ জন। এখনও পর্যন্ত মোট ৩২ হাজার ২৪৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ২৬ হাজার ৬৩৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ৫২ হাজার ৯১৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলায় মোট আক্রান্তের হার ২১.০০  ভাগ।
সূত্র থেকে আরো জানা গেছে, সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।
এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন,  গত ১ মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরনের করোনায় আক্রান্ত। এই ধরন খুব দ্রুতই এক জনের কাছ থেকে আরেক জনের শরীরে ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনার আক্রান্তেও সংখ্যা বাড়ছে।
সবাইকে করোনার টিকা নিতে হবে। এছাড়া সচেতন এবং স্বাস্থ্য বিধি মেনে চলছে আক্রান্তের সংখ্যা কমে আসবে বলেও তিনি জানিয়েছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD