২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নোয়াখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ২ জন। জেলায় নতুন করে আরও ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত মাসের তুলনায় চলতি মাসে সংক্রমণ বেড়েছে কয়েকগুণ, বেড়ে চলছে মৃত্যুও। নতুন শনাক্তের হার শতকরা ৩১ দশমিক ৬২ ভাগ।
বৃহস্পতিবার দুপুরে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ ।
ডা. মাসুম ইফতেখার জানিয়েছেন, ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৬২৩টি নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৫৬, সুবর্নচরে ৫, হাতিয়ায় ৭, বেগমগঞ্জে ১৩, সোনাইমুড়ীতে ৩৩, চাটখিলে ২১, সেনবাগে ১৯, কোম্পানীগঞ্জে ২৭ ও কবিরহাটে ১৬ জন রোগী রয়েছে।
জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩৩৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ১৭ জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৮৩ জন রোগী।
কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ জানিয়েছেন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জন রোগী মারা গেছেন। নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন, যার মধ্যে দুইজন পুরুষ ও ১১ জন নারী রোগী রয়েছেন।