মাংস কাটার সরঞ্জামের খোঁজ-খবর মাংস কাটার সরঞ্জামের খোঁজ-খবর – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মাংস কাটার সরঞ্জামের খোঁজ-খবর

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৮৮৩ পাঠক
কোরবানের ঈদ মানেই মাংস আর মাংস কাটার জন্য চাই কিছু সরঞ্জাম তাই ঈদের আগেই কোরবানি দেওয়ার সময় কী কী সরঞ্জাম লাগবে, তার একটা লিস্ট করে নিন। ঘরে থাকা ছুরি-চাকু, বঁটি ও চাপাতিগুলো ভালো আছে কি না দেখে নিন। মরিচা পড়ে গেলে কাছের কামারশালা থেকে শাণ দিয়ে নিন। সম্ভব হলে ঘরে নিজেই শাণ দিতে পারেন। ঈদের আগের দিন পশু জবাই করার ছুরি, চামড়া ছাড়ানো ছুরি, চাপাতি, মাদুর, গাছের গুঁড়িসহ প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত রাখুন। দরকার হলে কামারশালা বা সুপার শপ থেকে কিনে নিন কিছু সরঞ্জাম। অনেকটা ঝামেলামুক্তভাবে কাটানো যাবে ঈদের দিনটা। কী ধরনের প্রস্তুতি লাগবে একবার চোখ বুলিয়ে নিন।

ছুরি-বঁটি
পশু জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো, মাংস কাটাসহ প্রতিটি কাজেই ছুরির ব্যবহার হয় সমানভাবে। বাজারে ছোট-বড় বিভিন্ন আকারের ছুরি পাওয়া যায়। বড় আকারের ছুরির দাম ৫০০ থেকে ৯০০ টাকা, মাঝারি আকারের ৩৫০ থেকে ৭০০, ঢেউ ছুরির দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। চামড়া ছাড়ানোর জন্য লোহার ছোট আকারের ছুরির দাম পড়বে ৬০ থেকে ৮০ আর মাঝারি আকারের ছুরির দাম ৮০ থেকে ১০০ এবং স্প্রিং চাপাতির  ছুরির দাম ৬০ থেকে ৯০ টাকা। মাংস ছোট করে কাটার জন্য অতি প্রয়োজনীয় যন্ত্র বঁটি। বড় আকারের বঁটির দাম ৪০০ থেকে ৫০০, মাঝারি ৩০০ থেকে ৪০০ আর ছোট বঁটির দাম পড়বে ১৫০ থেকে ২৫০ টাকা।
দা-চাপাতি
পশুর হাড় কাটার জন্য চাপাতি ব্যবহৃত হয়। লোহা ও স্প্রিং দুই ধরনের চাপাতি হয়। স্প্রিং চাপাতি হাড় কাটার জন্য ভালো হয়। বড় আকারের লোহার চাপাতির দাম ৬০০ থেকে ৭৫০ টাকা, মাঝারি আকারের দাম ৪০০ থেকে ৬০০, ছোট আকারের চাপাতি ৩০০ থেকে ৪০০ টাকা। আকারভেদে স্প্রিং চাপাতি ৬০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া বিভিন্ন আকারের দায়ের দাম ৩০০ থেকে ৬০০ টাকা, ভুঁড়ি থেকে চর্বি ছাড়ানোর জন্য ছোট আকারের বাঁকানো চাকুর দাম পড়বে ৪০ থেকে ৮০ টাকা। কুড়ালের দাম ২০০ থেকে ৩০০ টাকা। হাড় কাটার ছোট চায়নিজ কুড়াল বেশ কাজের। কিনতে চাইলে লাগবে ৫৫০ থেকে ৯০০ টাকা।
গাছের গুঁড়ি
কোরবানির মাংস কাটার জন্য কসাইখানার মতো বড় গুঁড়ির দরকার নেই। ছোট আকারের হলেই ভালো। গাছের এ গুঁড়ি সারা বছরই পাওয়া যায় সোয়ারীঘাটে। তবে ঈদের সময় পাওয়া যায় কাপ্তানবাজার, কারওয়ান বাজারসহ শহরের কাঁচাবাজারগুলোর কসাইখানায়। দাম ২০০ থেকে ৪০০ টাকা।
রান্নাঘরের অনুষঙ্গ
ঈদে মাংস কাটার জন্য ব্যবহার করতে পারেন কাঠের চপিং বোর্ড, যার প্রতিটির দাম ৪৫০ টাকা। ফাইবার চপিং বোর্ড ৭০০ থেকে ১২০০,  মিট হ্যামার ২৯০ থেকে ৪০০, কিমা মেশিন ১৬৫০ থেকে ৪০০০, হ্যান্ড মিট কাটার ২৫০ থেকে ৫০০ টাকা। চপার অ্যান্ড চপার ব্লেন্ডার একসঙ্গে পাবেন। যার দাম পড়বে ৬৩৫০ থেকে ৯১৫০ টাকা। স্লাইসার (মাংস টুকরা করে কাটার জন্য) ১৬৫০ টাকা, চপার ব্লেন্ডার (মাংস ব্লেন্ড করার জন্য) দাম ১৯৫৫ টাকা, শিক ও বারবিকিউ মিনসার, যা দিয়ে বিভিন্ন আকারে মাংস কিমা করা যায়। দাম ১৬৫০ থেকে ৩৫০০ টাকা। এ ছাড়া বিভিন্ন প্রকার চপার, ছুরি, শার্পনারের সেট ১৮৫০ থেকে ৪০০০ টাকা।
কোথায় পাবেন
দা, বঁটি, ছুরি, চাকু বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে পাবেন। নিউ মার্কেট, কারওয়ান বাজার, গুলিস্তান, সদরঘাট, নবাবপুর, ফার্মগেট, গাবতলী প্রভৃতি স্থানে পাবেন রকমারি দা, বঁটি, ছুরি। এ ছাড়া আপনার পছন্দ ও আকার অনুযায়ী কামারের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। ছুরির সেট আগোরা, মীনা বাজার, স্বপ্ন, আলমাসসহ বিভিন্ন সুপার শপেও খোঁজ করলে পেয়ে যাবেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ ও শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন একটি বহু-বছর মেয়াদী লিজিং সম্প্রসারণ চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, দেশজুড়ে ডিজিটাল সংযোগের উন্নয়নে প্রতিষ্ঠান দুটির কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রচেষ্টাকে ত্বরান্বিত করার পাশাপাশি এই অংশীদারিত্ব ইডটকোর দেশব্যাপী সংযোগ উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে। একই সঙ্গে, এটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তর লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সম্প্রতি, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে আয়োজিত উভয় পক্ষ এই অংশীদারিত্ব সম্প্রসারণ চুক্তি সই করে। অনুষ্ঠানে দেশের সামগ্রিক অগ্রগতিতে টেলিযোগাযোগ খাতের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। উন্নত টেলিযোগাযোগ অবকাঠামোর স্থাপন নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে সহায়ক হবে। একইসঙ্গে, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করবে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করার প্রতি গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী ও উন্নত অবকাঠামো সমাধানের মাধ্যমে এই চাহিদাগুলো পূরণে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ইডটকোর সঙ্গে আমাদের এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব। নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা একত্রে কাজ করছি। একই সঙ্গে, আমরা ডিজিটালভাবে সক্ষম একটি জাতি গঠনে বাংলাদেশের অগ্রগতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক একমত প্রকাশ করে বলেন, ইডটকোতে আমাদের লক্ষ্য হলো, নির্ভরযোগ্য এবং উন্নত সংযোগ সেবা প্রদান করে নেটওয়ার্কের বাইরে থাকা জনগোষ্ঠীকে এই ব্যবস্থার আওতায় আনা। গ্রামীণফোনের সঙ্গে করা নতুন এই অংশীদারিত্ব আমাদের ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সক্ষম করবে। গ্রামীণফোনের লক্ষ্যের সঙ্গে আমাদের দক্ষতাকে মিলিয়ে, আমরা ডিজিটাল বৈষম্য দূর করতে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। এই সম্প্রসারিত চুক্তি ইডটকোর কার্যক্রম পরিচালনার মান বজায় রাখার প্রতিশ্রুতি পূরণ এবং দেশের ক্রমবর্ধমান সংযোগ চাহিদা পূরণে টেকসই সমাধান প্রদানের সক্ষমতার উদাহরণ। গ্রামীণফোন ও ইডটকোর এই অংশীদারিত্ব বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে টেলিকম খাতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। উন্নত নেটওয়ার্ক সংযোগ দেশের ডিজিটাল লক্ষ্য পূরণ এবং লক্ষাধিক মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক হবে। সবাইকে নেটওয়ার্কের আওতায় এনে আরও সংযুক্ত এবং একটি প্রযুক্তিগতভাবে সক্ষম বাংলাদেশ গড়তে উভয় প্রতিষ্ঠানই অঙ্গীকারবদ্ধ।

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD