রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বেসরকারি একটি ক্লিনিকের ফিজিওথেরাপিস্ট সুশান্ত মজুমদার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ। তিনি এখন রাজধানীর বেসরকারি একটি ক্লিনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এ ঘটনা ঘটে।
সুশান্তের ভাই সজল মজুমদার বলেন, তার ভাই পুরান ঢাকার একটি ক্লিনিকের ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। গতকাল রাতে হাসপাতালে দায়িত্ব শেষে তিনি যখন সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ কেরানীগঞ্জের বাসায় ফিরছিলেন, তখন এ ঘটনা ঘটে।
যাত্রীবেশে অজ্ঞান পার্টির সদস্য তার ভাইয়ের মুঠোফোনসহ অন্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বেসরকারি একটি ক্লিনিকের আইসিইউতে রাখা হয়েছে। তার ভাইয়ের এখনো জ্ঞান ফেরেনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, যাত্রীবেশে অজ্ঞান পার্টির সদস্যরা সুশান্ত মজুমদারকে অচেতন করে তার মালপত্র লুট করে নেয়। এ ঘটনায় আরিফ নামের একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।