নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবী ওরফে হাসানকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
শনিবার গুনবীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
তার আইনজীবী মো: ফারুক হোসেনসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে বিরোধীতা করেন মুখ্য মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দীন খান হিরন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে হাসান গুনবীকে গ্রেপ্তার করে র্যা ব।
পরে শাহআলী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার অভিযোগে গত মে মাসে আবু সাকিব ওরফে আল আমিন নামে এক তরুণকে গ্রেপ্তার করার পর রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা হয়েছিল, সেখানে হাসান গুনবীর নামও ছিল।
ওই মামলায় গত ২৪ মে কুষ্টিয়া থেকে আরেক ‘বিতর্কিত’ বক্তা আমির হামজাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গুনবীকে গ্রেপ্তারের পর শুক্রবার র্যা ব জানায়, কথিত এই আধ্যাত্মিক নেতা ওয়াজের আড়ালে জঙ্গিবাদী মতার্দশ প্রচার করে সাধারণ জঙ্গিদের ‘আত্মঘাতী’ হতে উদ্বুদ্ধ করতেন।
ব্লগার রাজিব হায়দার হত্যামামলায় দণ্ডিত হয়ে কারান্তরীণ জঙ্গিবাদ প্রচারক মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীর অনুপস্থিতিতে গুনবী শূন্যস্থান পূরণ করেন বলে কর্মকর্তাদের ভাষ্য।
৩৬ বছর বয়সী এই জঙ্গি নেতাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট পাওয়ার কথা জানান র্যা বের লিগ্যাল অ্যা ন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।