পলিটেকনিক ইন্সটিটিউটে ক্রাফট ইন্সট্রাক্টর টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর থেকে কমিয়ে তিন বছরে নামিয়ে আনার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়েছে বাংলাদেশ টিভিইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার ব্যানারে।
সংগঠনের জেলা আহ্বায়ক রিয়াজ উদ্দিন সেলিমের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব মোক্তার হোসেন। সমাবেশে বক্তব্য দেন নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সভাপতি আসিকুর রহমান আসিক, ডিপ্লোমা শিক্ষার্থী ইতি আকতার, দীন মোহাম্মদ প্রমুখ।
একই কর্মসূচিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ডিপ্লোমা কোর্সটি সরিয়ে পলিটেকনিক ইন্সটিটিউটে স্থানান্তরের প্রতিবাদও জানান বক্তারা।
টিভিইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক রিয়াজ উদ্দিন সেলিম জানিয়েছেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর নীতিমালা পরিবর্তন করে ক্রাফট ইন্সট্রাক্টর টেকিনক্যাল পদে নন-টেকনিক্যাল লোক নিয়োগের ষড়যন্ত্র করছে।
এইচএসসি ভোকেশনাল পাশ শিক্ষার্থীদের এই পদে শুধু যাওয়ার কথা থাকলেও সেখানে সাধারণ বিভাগের ছাত্রদের নিয়োগের সুযোগ করে দেয়া হচ্ছে এর ফলে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারিগরি শিক্ষার্থীদের।
একই সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর থেকে কমিয়ে তিন বছরে নামিয়ে আনার প্রতিবাদও জানিয়েছেন সংগঠনের এই নেতা।
নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত হয়েছে সারাদেশের টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা কোর্সটি সরিয়ে পলিটেকনিকে স্থানান্তরের। যার অংশ হিসেবে নীলফামারীর এই প্রতিষ্ঠানের প্রায় ৫৫০ জন শিক্ষার্থীকে পছন্দসই পলিটেকনিকে নিতে হচ্ছে।