খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীতে প্রতীক সোসাইটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারী আত্মহত্যা করেছে।
রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই সানিয়া পারভীন।
নিহত মোছা. শামচাঁদ বেগম (৫৩) ফেনীর দাগনভূঞার মিজানুর রহমানের স্ত্রী। তিনি ওই দশতলা ভবনের পাঁচতলার নিজ ফ্ল্যাটে পরিবারের সাথে থাকতেন।
এসআই জানান, খবর পেয়ে ভোর সোয়া ৪টায় মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় ওই নারীর মানসিক সমস্যা ছিল। রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে ভোর রাতে ওই ভবনের নিচে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার কর হয়।
স্বামী মিজানুর রহমান জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। বেশ কিছুদিন ধরেই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে। রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে ভোররাতে ভবনের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।