দেড় মাস পর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন সময়ে ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোনটি।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ। বিভিন্ন সময়ে পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ফোনটি ছিনতাই হয়। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল ছিনতাইয়ের ঘটনা জানান।