রাজধানীর কদমতলীতে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২০) নামে যুবক আত্মহত্যা করেছেন।
রোববার দুপুরে কদমতলীর মুজাহিদ নগরের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ছেলেটি আগে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। বর্তমানে চাকরি না থাকার কারণে আত্মহত্যা করে থাকতে পারে।
এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।
মৃত জান্নাতুল ফেরদৌস জান্নাত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার লিটন মিয়ার ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।