জেলের জালে বিরল প্রজাতির ৪ মণ ওজনের মাছ জেলের জালে বিরল প্রজাতির ৪ মণ ওজনের মাছ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

জেলের জালে বিরল প্রজাতির ৪ মণ ওজনের মাছ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১২৮ পাঠক

পটুয়াখালীর মহিপুরে এবার জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪ মণ ওজনের মার্লিন মাছ। শুক্রবার রাতে আনিস মাঝির মাছধরা ট্রলারে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ওই মাছটি ধরা পড়ে।

শুক্রবার দুপুরের পর এ মাছটি মৎস্যবন্দর মহিপুরের টু-স্টার ফিস গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি একনজর দেখতে ভিড় জমান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
আনিস মাঝি বলেন, এ জাতীয় মাছ তাদের জালে আর কখনো ধরা পড়েনি। এ মাছটির স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ জানান, ব্ল্যাক মার্লিন মাছ বাংলাদেশের সাগর কিংবা নদীতে তেমন বিচরণ করে না। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরেও এ মাছ বিচরণ করে। তবে কমসংখ্যক দেখা যায়।
তিনি বলেন, স্থানীয় বাজারে এ মাছের চাহিদা নাই। বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুটি মাছধরা ট্রলারে বঙ্গোপসাগরে ১৫টি পাখি মাছ ধরা পড়ে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD