সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুদের সাথে মোটরসাইকেল প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে তুষার আহমেদ (২২) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
সোমবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ছাত্রলীগ নেতা তুষার আহমেদ মারা যান।
নিহত তুষার উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের জুলফিকার আলী ভুট্রুর ছেলে ও সিরাজগঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় এ দুঘটনা ঘটে।
বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা জানিয়েছেন, পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় বন্ধুদের সাথে প্রতিযোগীতা দিয়ে মোটরসাইকেল চালানোর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লেগে ছাত্রলীগ নেতা তুষারের পা বিচ্ছিন্ন হয়ে যায় ও অপর আরোহী বায়েজীদ হোসেন নামের একজন আহত হয়।
তিনি আরও জানিয়েছেন, এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতভর খোজাখুজি করে রাস্তা থেকে অনেক দুরে তুষারের বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। এমতাবস্থায় সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।