পদ্মায় মসজিদ সহ ২৫টি বসতবাড়ি নদীতে বিলীন,ভাঙ্গন হুমকিতে ২ শতাধিক পরিবার পদ্মায় মসজিদ সহ ২৫টি বসতবাড়ি নদীতে বিলীন,ভাঙ্গন হুমকিতে ২ শতাধিক পরিবার – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পদ্মায় মসজিদ সহ ২৫টি বসতবাড়ি নদীতে বিলীন,ভাঙ্গন হুমকিতে ২ শতাধিক পরিবার

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৬৫ পাঠক

নদীতে স্রোতের তীব্রতায় দৌলতদিয়া ৩ ও ৪ নং ফেরি ঘাট এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে ৪ নং ফেরি ঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ ভাঙ্গনে পাঁকা মসজিদ সহ এখানকার প্রায় ২৫ টিরও বেশি বসতি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আারো অনেক পরিবার তাদের বাড়ি ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন।

 ভাঙ্গন হুমকিতে রয়েছে ২ শতাধিক বসতবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে হঠাৎ তীব্র নদী ভাঙ্গনে দিশেহারা হয়ে পরেছেন এখানকার মানুষেরা। বার বার ভাঙ্গনের কবলে পরে এখন তারা মারাত্বক ভাবে বিপর্যস্থ হয়ে পরেছেন। তবে ভাঙ্গন কবলিতরা বলেন, আগে এসব স্থানে ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা গ্রহন করা হলে আজ এমন পরিস্থিতি হতোনা।
ভাঙ্গন লেগেই আছে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায়। গত কয়েকদিন আগে ৩, ৪ ও ৫ নং নং ফেরি ঘাটে ভাঙ্গন দেখা দেয়। এতে বেশ কিছু স্থানে জিও ব্যাগের বস্তা নদী গর্ভে বিলীন হয়ে যায়। তবে সেসময় এসব ভাঙ্গন স্থানে কোন ধরনের বালু ভর্তি বস্তা ফেলানো হয়নি। আজ সকালে যখন ভাঙ্গ্ন শুরু হয় । তার পর থেকেই ভাঙ্গন স্থানে বালু ভর্তি বস্তা ফেলার কাজ শুরু করা হয়।
 অথচ আগেই এসব স্থান মারাত্বক ভাবে ভাঙ্গনের হুমকিতে ছিল। আজকের এই ভাঙ্গন স্থানে বালু ভর্তি বস্তা ফেলা হলে এখানকার পাকা মসজিদ ও শত শত বসতি নদীতে বিলীন ও শতশত পরিবার হুমকিতে পরতোনা। গত জুন মাসের প্রথম  দিকে লঞ্চ ঘাট সহ প্রায় ৩০ টি পরিবার নদীতে বিলীন হয়েছিল।
ভাঙ্গন কবলিতরা বলেন, সকালে হঠাৎ ৪ নং ফেরি ঘাটের স্থানে ভাঙ্গন দেখা দেয় । এভাঙ্গনের কারনে এখানকার পাঁকা মসজিদ ও ২০ থেকে ২৫টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আরো প্রায় ২ শতাধিক বাড়ি ঘর হুমকিতে পরেছে। কর্তৃপক্ষ আগে এ স্থানে ব্যবস্থা নিলে আজ এখানে এমন ভয়াবহ ভাঙ্গ হতনা বলৈ দাবী করেন ভুক্তভোগী স্থানীয়রা।
মোঃ মকবুল হোসেন উপ-সহকারী প্রকৌশলী বিআডব্লিউটিএ তিনি বলেন, আজ সকালে হঠাৎ যখন এ স্থানে ভাঙ্গন শুরু হয়  তখন এখানে জরুরী ভাবে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনায় বালু ভর্তি  বস্তা ডাম্পিং শুরু করা হয়।এরআগেও এ স্থানে বালুর  বস্তা ফেলার হয়েছিল।এবং এই বালুর বস্তা সহ আজ মসজিদ সহ বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD