অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১২০ পাঠক

শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি বলেছেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার কোনো সম্পর্ক নেই।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এতে অনেক শিক্ষার্থীর হয়তো দীর্ঘদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি বকেয়া পড়ে আছে। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তাহলে সেটি পরিশোধের ক্ষেত্রে ইনস্টলমেন্ট (কিস্তি) বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। যাদের সামর্থ্য আছে, তারা তো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। তবে এই ফির সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।
এ সময় সেখানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে হাইমচরের বাজাপ্তি রমণীমোহন উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ ও দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের চারতলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হাইমচর ডাকবাংলোতে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD