বাঘাইছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা বাঘাইছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বাঘাইছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ পাঠক

রাঙামাটির বাঘাইছড়ির বঙ্গলতলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার ভোরে বাঘাইছড়ি উপজেলা থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুরেশ কান্তি চাকমা ওরফে দীনেশ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে একদল অস্ত্রধারী বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে সুরেশ কান্তি চাকমাকে বাড়িতে গিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
জেএসএস সন্তু লারমা দলের অন্যতম নেতা ত্রিদিপ চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনায় জেএসএস এমএন লারমা (সংস্কার) দলকে দায়ী করেছেন।
অন্যদিকে জেএসএস এমএন লারমা (সংস্কার) দলের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, বঙ্গতলীতে আমাদের এমএন লারমা (সংস্কার) দলের কোন লোক নেই।
তাদের অভ্যন্তরীণ কোন্দলে ঘটনাটি ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ পাহাড়কে অস্থিতিশীল করে তুলতে এমন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খাঁন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে নিজ বাসার খাটের নীচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কারা এঘটনার সাথে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD