মাদক সেবনে বাধা দেয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মাদক সেবনে বাধা দেয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মাদক সেবনে বাধা দেয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১ পাঠক

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনে বাধা দেয়ায় মিনহাজ হোসেন (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়াইর বাজার এলাকার এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন (৪৫) উপজেলার বাহাদুরপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দেওয়ার বাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ হোটেল দিয়ে ব্যবসা করে আসছিলেন মিনহাজ হোসেন। শনিবার দুপুরে হোটেলে এসে মাদক সেবন করার জন্য আগুন চায় তুহিন ও রিপন নামে এলাকার দুই যুবক।
মিনহাজ উদ্দিন মাদক সেবন করতে নিষেধ করে ওই দুই যুবককে। ওই দুই যুবক ক্ষিপ্ত হয়ে মিনহাজ হোসেনকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুই যুবক পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়ে।
ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি একটি ম্যাচ চাওয়াকে কেন্দ্র করে দোকানদার মিনহাজ ও দেওয়াইর বাজার এলাকার অলু সরকারের ছেলে রিপন সরকার এবং তার এক বন্ধু তুহিনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়।
এসময় রিপন সরকার উত্তেজিত হয়ে সাথে আরো কয়েকজনকে নিয়ে দোকানদার মিনহাজকে প্রচণ্ড মারধর করে।
একপর্যায়ে মিনহাজের চিৎকারে আশপাশের অন্যরা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিনহাজকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD