অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে বাঁধ টিকবে না: প্রতিমন্ত্রী অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে বাঁধ টিকবে না: প্রতিমন্ত্রী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে বাঁধ টিকবে না: প্রতিমন্ত্রী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৩৭ পাঠক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নতুন করে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১৬৯৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন। কিন্তু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে না পারলে লোহা দিয়ে বাঁধ নির্মাণ করলেও তা টিকবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) ভাঙন কবলিত পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে গোদার বাজার এলাকায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ভাঙন রোধে বর্তমানে জিও ব্যাগের পাশাপাশি জিও টিউব দেয়া হচ্ছে। এছাড়া বাঁধের ভাঙন রোধে সর্বোচ্চ গুরত্ব দেয়া হচ্ছে।
এ সময় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ প্রমূখ।
এর আগে সকালে প্রতিমন্ত্রী মানিকগঞ্জের পাটুরিয়া থেকে  স্পিডবোট যোগে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) ভাঙন কবলিত পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধ পরির্দশনে আসেন। এরপর রাজবাড়ীর কালুখালী উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান তিনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD