ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ দালাল আটক ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ দালাল আটক – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ দালাল আটক

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৪৫ পাঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের পালাতে সহযোগিতা করার অভিযোগে দুই দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভাসানচরের ৮ ও ২৪ নং ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, আশ্রয়ণ প্রকল্পের ৮নং ক্লাস্টারের এল-১৬ কক্ষের মো. ইসলামের ছেলে রফিক উল্যা (২৭) ও ২৪নং ক্লাস্টারের সি-৫ কক্ষের দীল মোহাম্মদের ছেলে সেলিম (২০)। তারা রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আশ্রয়ণ প্রকল্পের পৃথক দু’টি ক্লাস্টারে অভিযান চালায় কোস্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন এর সিভিল দলের সদস্যরা। এসময় রোহিঙ্গা দালার রফিক ও সেলিমকে আটক করা হয়।
আটককৃত দালালরা একটি চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের চট্টগ্রাম ও নোয়াখালীতে পালাতে সহযোগিতা করে আসছিল। আটকের পর তাদের সিআইসি অফিসে (ভাসানচর প্রশাসনিক কার্যালয়) হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিআইসি থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ সুপার।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD