নাটোরে সিঁদুর খেলা শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন নাটোরে সিঁদুর খেলা শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নাটোরে সিঁদুর খেলা শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১১৬ পাঠক

পূজা-অর্চনা, অঞ্জলী, দর্পন বিসর্জন আর সিঁদুর খেলার মধ্যদিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হচ্ছে।

আজ শুক্রবার সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। এরপর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাঁধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিষন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানায়। প্রার্থনা করে সকল প্রকার রোগ-শোক দূর করে সুন্দর এক পৃথিবী উপহার দেওয়ার। জানায় আগামী বছরে আবার আসার আহ্বান।

বিদায়ের ঘণ্টা বেজেছে তাই মাকে আরও একবার দর্শন করে শান্তির পরশ নিয়ে ঘরে ফিরবে এই আশায় আবাল-বৃদ্ধ-বণিতা মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণে ভিড় জমায়। সকল ধর্মের দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় সবাই খুশি। দশমীবিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দুর্গতিনাশিনী মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরবে সবাই। মিলিত হবে আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD