খুলনায় সার্ভেয়ার হত্যায় একজনের যাবজ্জীবন খুলনায় সার্ভেয়ার হত্যায় একজনের যাবজ্জীবন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

খুলনায় সার্ভেয়ার হত্যায় একজনের যাবজ্জীবন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১২৩ পাঠক

খুলনার বাটিয়াঘাটা উপজেলার গ্রাম্য সার্ভেয়ার অশ্বিনী রায় হত্যার দায়ে প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
এসময় আসামি প্রশান্ত বিশ্বাস আদালতে অনুপস্থিত ছিলেন। প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদো বটিয়াঘাটা উপজেলার বায়ারডাঙ্গা গ্রামের শশিপাড়া এলাকার সূর্যকান্ত বিশ্বাসের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি পরিচালনা করেন তার সহযোগী আইনজীবী এম ইলিয়াজ খান ও মোসাম্মৎ শাম্মী আক্তার।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই এলাকার প্রশান্তকে প্রায়ই টাকা ধার দিতেন। ধারে দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে অশ্বিনীকে হত্যা করার পরিকল্পনা করেন প্রশান্ত।
২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় মাইলমারী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন অশ্বিনী। পথে প্রশান্ত তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
এলাকাবাসী অশ্বিনী রায়কে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে নিহতের ছেলে অজয় কুমার রায় বাদী হয়ে বটিয়াঘাটা থানায় প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে আসামি করে মামলা করেন।
২০১৪ সালের ১৭ মে বাটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র কুন্ডু প্রশান্ত বিশ্বাসকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD