পাবলিক আমাদের আ’লীগের দালাল বলে: সংসদে জাপা মহাসচিব পাবলিক আমাদের আ’লীগের দালাল বলে: সংসদে জাপা মহাসচিব – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পাবলিক আমাদের আ’লীগের দালাল বলে: সংসদে জাপা মহাসচিব

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৪৮ পাঠক

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের অতিরিক্ত প্রশংসা করায় পাবলিক এখন আমাদের আওয়ামী লীগের দালাল (সহযোগী) বলে। আমরা সেই তকমা মুছতে চাই।

শনিবার সংসদে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও পরিবহন খাতে সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা না করায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমালোচনা করে বক্তব্য দিলে তিনি এই মন্তব্য করেন।
এর আগে মহাসড়ক বিল-২০২১ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির বেশ কয়েকজন বিরোধী সংসদ সদস্য সাম্প্রতিক মারাত্মক সড়ক দুর্ঘটনা, নৈরাজ্যকর পরিস্থিতি এবং পরিবহন খাতে দুর্নীতির জন্য সেতুমন্ত্রীর কড়া সমালোচনা করেন।
সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বিরোধীদের শুধু বিরোধিতা নয়, সরকারের ভালো কাজের প্রশংসা করার আহ্বান জানান।
সেতুমন্ত্রীর এ আহ্বানের জবাবে চুন্নু বলেন, বিরোধী দলের নেতারা সরকারের ভালো কাজের প্রশংসা করেন না, এটা ঠিক নয়। সরকারের প্রশংসা করার জন্য এখন মানুষ আমাদেরকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দালাল বলে। সরকারের কত প্রশংসা করব? আমরা এখন সেই দালাল তকমা থেকে মুক্তি পেতে চাই। তারপরও, যদি আপনারা খুশি না হন তবে কিছুই করার নেই।
বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, রূপসী মেয়েদের মতো সরকার শুধু প্রশংসা শুনতে চায়। তারা ভুলে যায় যে এই কাজের জন্য ছয় কোটি টাকার বাজেট রয়েছে, প্রশংসার দরকার নেই।
তিনি বলেন, সরকারের অন্যায়, দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করা বিরোধী দলের কাজ।
স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বলেন, বিরোধী দলের এমপিরা সব সময় সরকারের প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় এ সংসদে বিরোধী দল কারা তা স্পষ্ট নয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD