পাকিস্তানে শ্রীলঙ্কান হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২০ পাকিস্তানে শ্রীলঙ্কান হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২০ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২১ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পাকিস্তানে শ্রীলঙ্কান হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২০

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪১ পাঠক

পাকিস্তানে শ্রীলঙ্কার এক কারখানা ব্যবস্থাপককে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অন্তত ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনাকে পাকিস্তানের জন্য লজ্জার দিন বলে অভিহিত করেছেন।
ধর্ম অবমাননার অভিযোগে গত শুক্রবার একদল জনতা কারখানায় ঢুকে শ্রীলঙ্কান ওই ব্যবস্থাপককে বের করে এনে প্রকাশ্যে হত্যা করে।
দেশটির পুলিশের মুখপাত্র খুররম শেহজাদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত ব্যক্তিও আছেন। গ্রেপ্তার অভিযান এখনও চলছে।
গত শুক্রবার পাঞ্জাব প্রদেশের শিল্পনগরী শিয়ালকোটে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম প্রিয়ান্থা দিয়াওয়াদনা। শ্রীলঙ্কার এ নাগরিক সাতবছর ধরে শিল্প-প্রকৌশল প্রতিষ্ঠান রাজকো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক ছিলেন।
গুজব থেকে এ ঘটনার শুরু। গুজব উঠে, প্রিয়ান্থা ধর্মীয় বাণী লেখা একটি পোস্টার ছিঁড়ে তা ডাস্টবিনে ফেলে দিয়েছেন। এমন অভিযোগ ওঠার পর লোকজন উত্তেজিত হয়ে হামলা চালান।
সূত্র;  এএফপি

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD