রামপুরার রাস্তায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ রামপুরার রাস্তায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

রামপুরার রাস্তায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৩০ পাঠক

নিরাপদ সড়কের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর রামপুরা ব্রিজে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার বেলা সাড়ে ১১টার পরপরই ২৫-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজ ও হাতিরঝিলের সংযোগ সড়কে জড়ো হন। এসময় রামপুরা ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও সড়ক বিভাজকসহ ব্রিজের আশপাশে একাধিক স্থানে সতর্ক অবস্থান নেয় পুলিশ।
কিছুক্ষণ অবস্থানের পর দুপুর সোয়া ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ‘নিরাপদ সড়ক চাই’ ‘ভয় দেখিয়ে আন্দোলন, থামানো যাবে না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীর।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রী খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের আন্দোলন নিয়ে বাইরের অনেকেই অনেক কথা বলছে। কিন্তু ভয় দেখিয়ে, সমালোচনা করে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
পরে সোমবার (৬ ডিসেম্বর) রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়কে নিহত সবার উদ্দেশ্যে শোক প্রকাশ করতে ‘কালো ব্যাজ ধারণ’ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
ডিএমপির মতিঝিল জোনের খিলগাঁও বিভাগের এডিসি নুরুল আমীন বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। যদি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে কিংবা আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ তারা করে, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD