জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে ঢুকে উল্টে পড়লে ঘুমন্ত অবস্থায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের নাতি ও নাতনি।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত এলাকার গারোহাড়ি ডাংধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।
আহত নাতি মিনাজ (১৬) ও নাতনি মমতাজকে (৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর জানান, সারবোঝাই একটি ট্রাক জামালপুর থেকে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিল। ভোর ৪টার দিকে ঢাকা-রৌমারী সড়কে উপজেলার সীমান্ত এলাকার গারোহাড়ি ডাংধরা গ্রামে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক জয়নালের বসতঘরে ঢুকে যায়।
এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার নাতি ও নাতনিও আহত হয়। এ ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।