রাজধানী ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়কে বালুভর্তি পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশায় একই পরিবারের তিনজনসহ ৪ নারী নিহত হয়েছেন।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০) ও ভাগনি সুফিয়া বেগম (৩০), সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ভাবি, ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন।
মৃধাকান্দা আসলে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী পিকআপভ্যান এসে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
পথে মালা বেগমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহানা আক্তার।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।