মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৪৭ পাঠক

রাজধানীর শেওড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম রনি (২৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আমিনুল ভোলা সদর রতনপুর গ্রামের নাসির আহমেদের ছেলে। বর্তমানে ঢাকার কল্যাণপুর এলাকায় পরিবারের সাথে ভাড়াবাসায় থাকতেন। তিনি কসমেটিক প্রসাধনীসহ বিভিন্ন মালামাল বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।
পথচারী উদ্ধারকারী সিএনজি অটোচালক জানান, খবির উদ্দিন জানান, ক্যান্টনমেন্ট থানাধীন বিশ্বরোড শেওড়া ফুটওভার ব্রিজের পূর্ব পাশে মেইন রাস্তায় বাইসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে শ্যামলীতে অন্য আরেকটি হাসপাতাল নেওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে রাত পৌনে তিনটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক এসআই আসাদুজ্জামান।
তিনি বলেন, শেওড়া এলাকায় রাস্তায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী রাস্তায় পড়ে আহত হয়। পরে পথচারীরা তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD